তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দান বাবা সেবা কমিটির পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন হল রবিবার।রবিবার সন্ধ্যায় দান বাবা মাজারে গান বাবা সেবা কমিটির পক্ষ থেকে ইফতার পার্টিতে যোগ দেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা।দান বাবা সেবা কমিটির সদস্যরা জানিয়েছেন। এলাকায় যে সমস্ত ফকির রয়েছে তাদের এবং দানবাবা কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে যারা গত কয়েক সপ্তাহ ধরে রোজার উপবাস করছেন তাদের নিয়ে রবিবার সন্ধ্যায় দান বাবা প্রাঙ্গণে ইফতার পার্টির আয়োজন করা হয়।
এদিন দান বাবা মাজারে সকলের নামাজ পড়ার পর তারা রোজার উপবাস ভাঙ্গেন। ধনবাবা কমিটির সদস্যরা জানিয়েছেন। সম্প্রীতি বজায় রাখতে এবং দেশজুড়ে যাতে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেই আবেদন নিয়ে রবিবার সন্ধ্যায় সকলে নামাজ পড়েন এবং সকলের শান্তি কামনা করেন।