তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা কঙ্কেশ্বরী দুর্গা কমিটির পক্ষ থেকে আজ পয়লা বৈশাখের দিন শুভ নববর্ষ উপলক্ষে কাঁকসার রথ তলায় একটি কলস যাত্রার আয়োজন করা হয়।
নববর্ষ উপলক্ষে কাঁকসার রথ তলার কঙ্কেশ্বরী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে একটি কলস যাত্রা বের হয়,সেই কলস যাত্রা কাঁকসার মনসাতলা রথ তলা, হাটতলা ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিন কলস যাত্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কঙ্কেশ্বরী দুর্গা মন্দিরে প্রতিবছর মহা ধুমধামে নববর্ষের দিন দুর্গা মন্দির এবং শিবমন্দিরে পুজোর আয়োজন করা হয়।