সংবাদাতা,পূর্ব বর্ধমান:-মরসুমের প্রথম কালবৈশাখীতে জিটিরোডের উপর গেট ভেঙ্গে বিপত্তি। বর্ধমান শহরে ঢোকার মুখে জিটিরোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।বর্ধমান শহরে ঢোকার মুখে উল্লাস মোড়ে জিটিরোডের উপর বর্ধমান পৌরসভা শহরের সৌন্দর্যায়নে একটি গেট তৈরি করেছিল।
কালবৈশাখী ঝড়ে আচমকাই গেটটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে। সাথে সাথেই যান চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তায়। সেই সময় গেটের নীচে কোন মানুষ বা যানবাহন না থাকায় কারো কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আপাতত সাইড লাইন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে। যুদ্ধকালীন তৎপরতায় ভাঙ্গা গেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।