সংবাদদাতা,,লাউদোহা :- বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কলিয়ারীর নিকট গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার মুসলিম ভাইদের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয় । এদিন এলাকার প্রায় শ খানেক মুসলিম ভাইরা ইফতার পার্টিতে অংশ নেন।
সারাদিন উপবাসের পর সন্ধ্যায় শরবত ও খেজুর খেয়ে ইফতার করেন মুসলিম ভাইরা। এদিনের ইফতার পার্টিতে ময়সলিম ভাইদের সাথে উপিস্থিত ছিলেন পাণ্ডাবেস্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জী,গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের ইফতার পার্টি অনুষ্ঠানে এসে বিধায়ক জানান,পবিত্র রমজান মাসে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একে অন্যের অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তায় দিতে চায়। তিনি কবির ভাষায় বলেন,'আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।'