সংবাদাতা,পূর্ব বর্ধমান:- অবশেষে মরশুমে প্রথম কালবৈশাখীর দেখা মিললো। পূর্ববর্ধমানের কালনা, গলসী, আউশগ্রাম,ভাতার সহ কমবেশী সর্বত্রই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়।বর্ধমান শহরেও কালবৈশাখীর হয় ঝড় হয়।পুলিশ লাইনে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে। গলসিতে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হয়। গলসি, ভাতার সহ বেশ কয়েকটি এলাকায় বোরোধান তোলার কাজ চলছে জোরকদমে।তবে কালবৈশাখীর বৃষ্টিতে জমি নরম হয়ে যাওযায় মাঠ থেকে ধান তোলার কাজ পিছিয়ে যাবে জানান কৃষকরা। ৷ বিকেলের কালবৈশাখীতে তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে যায়।
অবশেষে মরশুমে প্রথম কালবৈশাখীর দেখা মিললো
April 29, 2022
0
Tags