তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলো কাঁকসায়।রবিবার গভীর রাত্রে কাঁকসার রাজবাঁধ এলাকার স্টেশন রোডের কাছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সামনে রঞ্জিত বাউরি ও শিবা বাউরি নামের দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে কাঁকসা থানার পুলিশের টহলরত ভ্যানের পুলিশ কর্মীদের সন্দেহ হয়।কাঁকসা থানার পুলিশ কর্মীরা তাদের আটকে জিজ্ঞাসাবাদের সময় তল্লাশি করে তাদের এক জনের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।গ্রেফতার করা হয় দুই যুবককে।ধৃত দুই যুবকের বাড়ি কাঁকসার গোপালপুরে।
অপর দিকে কাঁকসার রাজবাঁধ এলাকার শ্মশানের কাছে সোমবার ভোর রাত্রে গণেশ ফালিয়া নামের এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটকে তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।ধৃত গণেশ ফালিয়ার বাড়ি কাঁকসার গোপালপুরে।ধৃত ৩জনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।