সংবাদতা,পূর্ববর্ধমান:- চালক মোবাইলে কথা বলছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেলো যাত্রীবাহি বাস।দুর্ঘটনায় আহত কমবেশী ২০ জন যাত্রী।তাদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পূর্ববর্ধমানের দেওয়ানদিঘী থানার ভিটা এলাকার ঘটনা।মালডাঙ্গা বর্ধমান রুটের বাসটি মালডাঙ্গা থেকে বর্ধমান নবদ্বীপ রাস্তা দিয়ে বর্ধমান যাচ্ছিলো।দেওয়ানদিঘী থানার ভিটা এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়।
স্থানীয় বাসিন্দারা ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়মুন হাসপাতালে নিয়ে যায়।তার মধ্যে ১০ জনকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়।
যাত্রীদের অভিযোগ বাস চালানোর সময় চালক বারংবার মোবাইলে কথা বলছিলেন।মোবাইলে কথা বলার সময় কোনো কারণে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন, তার ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ।ঘটনার পর থেকেই চালক পলাতক।দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান নবদ্বীপ রোড।