তনুশ্রী চৌধুরী, পানাগড়:- বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন হলো পানাগড় বাজারের রেলপাড়ে। এদিন দলীয় পতাকা উত্তোলন করে শ্যামাপ্রসাদ মুখার্জি,দিনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন সকলে।
পানাগড়ের রেলপাড় ট্যাঙ্কি তলায় এদিন প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মহরলাল ব্যানার্জি,কাঁকসা ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি,মন্ডলের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস,মন্ডলের সম্পাদিকা অপর্ণা চ্যাটার্জি, সহ সভাপতি মুকুল ভকত,জেলা কমিটির সদস্য দেবানন্দ সিং সহ অন্যান্যরা।
মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি বলেন একসময় রাজ্যে ২টো মাত্র সাংসদ ছিলো সেই জায়গায় আজকে একাধিক সাংসদ বাংলা থেকে কেন্দ্রে সরকার গঠন করতে মোদির হাত শক্ত করেছে। দু বারের জন্য ভারতীয় জনতা পার্টির উপরে মানুষ ভরসা করে বিজেপি কে ভোট দিয়েছে।আগামী দিনে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাংলায় বিজেপি লড়াই চালিয়ে যাবে যাতে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।