Type Here to Get Search Results !

ASANSOL: অভিনব ভাবে ভোট প্রচার করলেন আসানসোল লোকসভা উপ নির্বাচনের কংগ্রেসের প্রার্থী



নীলেশ দাস ,আসানসোল :-আগামী ১২ ই এপ্রিল আসানসোল লোকসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার সব রাজনৈতিক দলের। তৃণমূল,বিজেপি,সিপিএম পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থীও।  জোরকদমে নির্বাচনী প্রচারে নেমেছেন  কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি। সকাল থেকে শুরু করে  রাত পর্যন্ত প্রচার সারছেন তিনি। ভোট উৎসবে  চলছে মিছিল মিটিং আর কর্মী সভা। 


শনিবার সকালে আসানসোল লোকসভা উপ নির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি নির্বাচনী প্রচার সারলেন আসানসোল বাজার এলাকায়। এদিন ঠেলাগাড়ি চালিয়ে গ্যাসের সিলিন্ডার, তেল,গ্যাস,এবং অন্যান্য জিনিসের দব্যমূল্যের বৃদ্ধিকে সামনে রেখে নির্বাচনী প্রচার করেন। আসানসোল গির্জা মোড় থেকে কোর্ট পর্যন্ত অভিনব ভাবে রোড শো করেন কংগ্রেস প্রার্থী। 


এদিন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি বলেন, আমি এই লোকসভা উপনির্বাচনে লড়ছি শুধুমাত্র সাধারণ মানুষের কথা চিন্তা করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। কেন কি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এই দুটো সরকারের চোখেই পড়ছে না এই বেকারত্ব ও মূল্যবৃদ্ধি দিনের পর দিন পেট্রোল ডিজেল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। 


একদিকে কেন্দ্র সরকার কলকারখানা বন্ধ করে যাচ্ছে। অন্যদিকে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর সরকার একটি আলপিন কারখানাও তৈরি করতে পারছেন না। তাহলে আমাদের রাজ্যের বেকাররা যাবে কোথায় বেকারত্ব বেড়েই চলেছে। যখন বিজেপির অটল বিহারীর সরকার ছিল তখন কুলটি কারখানা বন্ধ করে ইস্কো কারখানাকে BFR বি এফ আর এ পাঠায় সেই সময় জাতীয় কংগ্রেস এই কারখানা গুলিকে রক্ষা করে। 


যখন বিজেপির সংসদ বাবুল সুপ্রিয় আসানসোলের বার্ণ স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ করায়, হিন্দুস্থান কেবল বন্ধ করায় চিত্তরঞ্জন কে কর্পোরেট করার চেষ্টা। আসানসোলে ২২ টি কয়লাখনি কে বিক্রি করার নোটিশ করেছে হয়তো বিগত দিনে এগুলিকে গৌতম আদানি হাতে তুলে দেবার জন্য, তাই আমি বলছি আমি আসানসোলের ছেলে আমি আসানসোলে জন্মগ্রহণ করেছি আসানসোলের ধূলিকণার সাথে আমার সম্পর্ক আমি মানুষের জন্য লড়ছি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad