সংবাদাতা, পূর্ব বর্ধমান:- বাড়ির পাঁচিল তৈরীর জন্য দাবী মত তোলা না দেওয়ায় বোমাবাজির অভিযোগ উঠলো শাসকদলের এক নেতার বিরুদ্ধে।পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের মাজিলা পরিবারের অভিযোগ বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্যের বিরুদ্ধে। । রবিবার গভীররাতে ঘটনা টি ঘটেছে রায়ান গ্রামের পূর্ব পাড়ায়।
মাজিলা পরিবারের অভিযোগ, বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে ৫০ হাজার টাকা চায় তৃণমূল নেতা মানস ভট্টাচার্য। এই টাকা দিতে না পারার জন্য মানস দেখে নেওয়ার হুমকি দিয়েছিল এই পরিবার টিকে। সেই কারণেই রবিবার মানসের নেতৃত্বে মধ্যরাতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে মাজিলা পরিবারের পক্ষ থেকে টুটুল মাঝি বর্ধমান থানায় তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এমনকি মাজিলা পরিবারকে গ্রামে একঘরে করে রাখারও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। যেকোনো মূহুর্তে খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করেছেন টুটুল মাজিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।
এবিষয়ে যুব তৃণমূল নেতা মানস ভট্টাচার্য কোন মন্তব্য করতে অস্বীকার করেন।তবে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ঘটনা বিষয়ে তার জানা নেই। তবে কেউ অন্যায় করলে বা টাকা দাবী করলে থানায় অভিযোগ জানান। দল কখনো এই সব বরদাস্ত করে না।
এখানে উল্লেখ্য গত বছরের নভেম্বর মাসে টুটুল মাজিলাকে ফোনে রীতিমত হুমকি দেয় মানস ভট্টাচার্য। সেই মোবাইলের অডিও ভাইরাল হয়।তখনো পুলিশে অভিযোগ দায়ের হয়।কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের কিছুই হয় নি।টুটুল মাজিলা জঙ্গিপুর গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষক।তিনি বলেন,তার গোটা পরিবার চরম আতঙ্কিত।