সংবাদতা, পূর্ব বর্ধমান: - ফের হাতির হানা। বুধবার সাত সকালে দুটি দলছুট দাঁতাল হাতি ক্রমশ আউশগ্রামের জঙ্গলের দিকে এগিয়ে আসছে। বাঁকুড়া থেকে ওই হাতি দুটি দামোদর নদ পেরিয়ে এই মুহূর্তে গলসির সিমনোড়ি ডিভিসি খালের কাছে অবস্থান করছে। বনকর্মীরা লাগাতার চেষ্টা চালাচ্ছেন হাতি দুটি ফের বাঁকুড়ার জঙ্গলে ফেরানোর। কিন্তু যতো সময় যাচ্ছে হাতি দুটি ততো আউশগ্রাম এলাকার দিকে এগিয়ে চলেছে। এনিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা ও হল্লাপার্টী।
ফের হাতির হানা
April 13, 2022
0