সংবাদাতা,পূর্ব বর্ধমান:- আবার বর্ধমান শহরে কেপমারি ও ছিনতাই বাড়ছে।আজ সোমবারে একদিনে পরপর কয়েকটি কেপমারির ঘটনা ঘটেছে।
প্রথম ঘটনাটি বর্ধমান শহরের কালনা রোডের রামকৃষ্ণ পল্লীর। ঝুমা ব্যানার্জ্জী নামের একজন মহিলা সাইকেলে করে কাজ থেকে ফিরছিলেন।এসময় একটি কেটিএম বাইকে চেপে দুই দুস্কৃতী তার সাইকেলের বাস্কেটে রাখা ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি অনেক বাধা দিলেও তাদের আটকাতে পারেননি। ওই ব্যাগে তার দু হাজার টাকা; ফোন, হেডফোন ইত্যাদি সহ কাগজপত্র ছিল।কেটিএম বাইকের কোনো নাম্বার ছিল না।
দ্বিতীয় ঘটনায় আফসোনা মল্লিক নামের এক গৃহবধূ খোসবাগানে শিশুকে ডাক্তার দেখাতে এসেছিলেন। এরপর ওষুধ কিনতে গেলে সেখান থেকে তার মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে এক মহিলা।এক ঘন্টা পরে ফোনটি অফ করে দেওয়া হয়।
অন্য ঘটনায় নবাবহাট এলাকা থেকে অন্য এক মহিলার ফোন ছিনিয়ে নেওয়া হয়। বোঝাই যাচ্ছে দুস্কৃতীরা একলা মহিলাদের টার্গেট করছে। প্রত্যেকেই থানায় অভিযোগ করেছেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।