সংবাদাতা,পূর্ব বর্ধমান:- অস্ত্রসহ বর্ধমান থেকে গ্রেপ্তার দুই দুস্কৃতী। আজ তাদের আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি।গতকাল রাতে বর্ধমানের খাগড়াগড় মোড় থেকে অস্ত্র সহ গ্রেফতার হয় ওই দুই দুস্কৃতি। ধৃতেরা বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশের টহলদারি টিমের কাছে এই দুই দুস্কৃতির খাগড়াগড় মোড়ে উপস্থিতির খবর আসে।
পুলিশ খাগড়াগড় মোড় থেকে ওলা কুমার ও সঞ্জয় কুমার নামে এই দুই দুস্কৃতিকে গ্রেফতার করে। এদের কাছ থেকে দুটি ইমপ্রোভাইস পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে এই দুই দুস্কৃতিকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে।