তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ঠিকাদার কে টেন্ডার ফর্ম না দেওয়ার অভিযোগ উঠল কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পানাগড়ের অনুরাগপুরের বাসিন্দা তথা চন্দ্রাবতী এন্টারপ্রাইজ নামের ওই ঠিকাদার সংস্থার ঠিকাদার নির্জলা দেবীর অভিযোগ তিনি গত বুধবার কাঁকসা গ্রাম পঞ্চায়েতের টেন্ডারের ফর্ম তুলতে গিয়েছিলেন।কিন্তু তাকে টেন্ডারের ফর্ম দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে কাঁকসা বিডিও দুর্গাপুরের মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিযোগে তিনি জানিয়েছেন বুধবার টেন্ডার ফর্ম তোলার শেষ দিন ছিল। তিনি সময়মতো ফর্ম তুলতে গেলেও তাকে গ্রাম পঞ্চায়েত প্রধান ফর্ম দেননি।এই ঘটনায় কাঁকসা বিডিওর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।
যদিও এই বিষয়ে বৃহস্পতিবার কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন তিনি যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি ভুল। ওনার কাছে সমস্ত তথ্য এবং নথি চাওয়া হয়েছিল। তিনি যেহেতু নতুন তাই তার কাছে সমস্ত নথি চাওয়া হয়েছিল। তিনি সকাল থেকেই কোনো নথি না জমা দিয়ে তিনি জোর করে ফর্ম নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তিনি যাবতীয় নথি দেখাতে না পারায় তাকে ফর্ম দেওয়া হয় নি। তবে এই বিষয়ে তিনি কাঁকসার বিডিও কে গোটা বিষয় সম্পর্কে তিনি জানিয়েছেন বলে সংবাদ মাধ্যম কে জানান।