তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাঁকসার গোপালপুরে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস কর্মীরা।এদিন কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদের কাঁকসার গোপালপুরে প্রতিবাদ মিছিলে যোগ দেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী,কাঁকসা ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঢালি,কাঁকসা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্যরা।
এদিন এদিন গোপালপুর পশ্চিম পাড়া থেকে শুরু করে গোপালপুরের বিভিন্ন এলাকা ঘুরে গোপালপুর হাট তলায় মিছিল শেষ হয়।তৃণমূল কর্মীরা জানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বাড়িয়ে চলেছে তাতে সমস্যায় পড়তে হোচ্ছে সাধারণ মানুষকে।
কারণ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি বেড়ে চলেছে নিত্যদিন তারই প্রতিবাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপালপুরে প্রতিবাদ মিছিল করে প্রতিবাদ জানানো হয়েছে।আগামী দিনেও লাগাতার প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে কাঁকসার বিভিন্ন প্রান্তে।