তনুশ্রী চৌধুরী,পানাগড়:- বুধবার উত্তর প্রদেশের বারাণসীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে হেনস্থা ও কালো পতাকা দেখানো প্রতিবাদে শুক্রবার পানাগড় বাজারেচৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন রাস্তা অবরোধে সামিল হন পশ্চিম বর্ধমান জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা কাঁকসা ব্লকের বঙ্গ জননীর সভানেত্রী স্বপ্না বৈদ্য,কাঁকসা ব্লকের যুব সভাপতি কুলদীপ সরকার,তৃণমূলের হিন্দি প্রকোস্ট সংগঠনের কাঁকসা ব্লকের সভাপতি কুলদীপ সিং,তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভানেত্রী লক্ষি মাহাতো,পঞ্চায়েত সদস্য তনুশ্রী দাস,গৌতম বাউরি,আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হারু বাগ্দি সহ অন্যান্যরা।
এদিন বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তৃণমূলের কর্মীরা রাস্তা অবরোধ করলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের উঠিয়ে দেয়। এর পরেই পানাগড়ের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ সভা করেন তৃণমূলের কর্মীরা।