তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শুক্রবার কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কাঁকসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো। এদিন ক্যাম্পে পরিদর্শন করেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য সহ, ব্লকের আধিকারিকরা, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা,সমিতির সদস্যা বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও সমিতির কর্মাধক্ষরা, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং সহ পঞ্চায়েতের সদস্যরা ও কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়,পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য পল্লব ব্যানার্জি,সহ অন্যান্যরা।
কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানিয়েছেন সকাল থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন। প্রশাসনের বিধিনিষেধ মেনেই এদিন সকলকে দুয়ারে সরকার ক্যাম্পে প্রবেশ করানো হোচ্ছে। ক্যাম্প থেকে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম জমা নেওয়া হোচ্ছে। সাধারণ মানুষের সুবিধার জন্য কি কি করণীয় তা সর্বদা মাইকে প্রচার করা হোচ্ছে।তবে সবথেকে বেশি ভিড় চোখে পড়েছে স্বাস্থ্য সাথী কার্ড ও লক্ষীর ভান্ডার প্রকল্পের কাউন্টারে।
এছাড়াও কৃষি ঋনের জন্য সরকার যে লোনের ব্যবস্থা করেছে সেই লোন কিভাবে কৃষকরা পেতে পারে সেই বিষয়ে অনেক মানুষ সকাল থেকেই লাইন দিয়েছেন। তাদের সুবিধার জন্য কি কি করনীয় তা মাইকে প্রচার করা হোচ্ছে।
পঞ্চায়েত সমিতির সদস্যা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে এতে যেমন মানুষের সুবিধা হোচ্ছে তেমন সরকারি আধিকারিকদেরও কাজ করতে অনেকটাই সুবিধা হোচ্ছে।
এর আগে যে সমস্ত ক্যাম্প হয়েছে তাতে প্রায় ৯০ শতাংশ কাজ হয়ে গেছে।প্রায় ১০শতাংশ মানুষেরই কাগজপত্রের ত্রুটির জন্য তাদের আবেদন জমা দেওয়া হয় নি আজকের ক্যাম্পে সেই সমস্ত মানুষের আবেদন পত্র জমা হয়ে যাবে।স্বাভাবিক ভাবে সাধারন মানুষ অনেকটাই খুশি।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়াত তিনজন সংগীত শিল্পী সন্ধ্যা রায়,বাপি লাহিড়ী ও লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে।