সোমনাথ মুখার্জী,অন্ডাল:-অন্ডালের শ্রীরামপুরে শ্বশুরবাড়িতে গৃহবধূকে খুনের অভিযোগে অভিযুক্ত গৃহবধূর স্বামী,শ্বশুর ও শ্বাশুড়ি কে আটক করে পুলিশ। তাদের তিনজনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
রবিবার সকালে শ্রীরামপুর পঞ্চায়েতের বাউরী পাড়া এলাকার প্রিয়া বাউরী নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় তার শ্বশুর বাড়ি থেকে।স্থানীয় সূত্রে জানা গেছে ছ'বছর আগে গৌর বাউরি নামে পাড়ার এক যুবকের সাথে ভালোবেসে বিয়ে করে প্রিয়া । তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে ।
প্রিয়ার বাবা সুভাস বাউরী অভিযোগের করেন তার মেয়েকে শ্বাসরোধ করে শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করেছে ।খবর দেওয়া হয় পুলিশকে অন্ডাল থানার পুলিশ গিয়ে অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে এবং সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতের কাছে অভিযুক্তদের পাঁচদিন পুলিশি হেফাজতের আবেদন করবে বলে পুলিশ সূত্রে খবর ।