শুভময় পাত্র,বীরভূম:- বিশ্বভারতীতে (Visva-Bharati) উচ্চ মাধ্যমিক পরীক্ষা বয়কট করল ছাত্রছাত্রীরা। বিশ্বভারতীর (Visva-Bharati) দেওয়া নোটিশ অনুযায়ী আজ সোমবার থেকে পাঠ ভবন ও শিক্ষাসত্র এর প্রায় 200 জন ছাত্র-ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা। কিন্তু বিশ্বভারতীতে বিগত 28 সে ফেব্রুয়ারি থেকে লাগাতার ছাত্র আন্দোলন চলছিল যে তিনটি দাবির ওপর ভিত্তি করে তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখ পেছানোর দাবিও ছিল।
আজ যখন বিশ্বভারতী (Visva-Bharati) কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের একথার কোন রকম ভ্রুক্ষেপ না করে পরীক্ষার তারিখ নির্ধারিত করে। আর তাতেই বাঁধে বিতর্ক। উচ্চমাধ্যমিকের সকল পরীক্ষার্থী এদিনের পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা বয়কট করেন। তাদের দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষ এর আগে আমাদেরকে পরীক্ষার জন্য কোন রকম সময় দেননি। যেটা তারা বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কর্তৃপক্ষ তাতে কোনরকমে আমল দেননি।
তারই দাবি নিয়ে আন্দোলন চললেও কর্তৃপক্ষের বিরুদ্ধে পরীক্ষা বয়কট এর মধ্য দিয়ে চরমভাবে আন্দোলনের পথে নামল উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। ঘটনার সামাল দিতে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ঘটনাস্থলে উপস্থিত ছিল শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও এ বিষয়ে বিশ্বভারতীর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে।