সংবাদদাতা, অন্ডাল :- বৃহস্পতিবার উখরা কে,বি ইনস্টিটিউশন স্কুল মাঠে শুরু হল তিন দিনের আনন্দ মেলা । চলবে শনিবার পর্যন্ত । মেলা খোলা থাকবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত্রি ন'টা পর্যন্ত । মেলায় রয়েছে মোট 26 টি স্টল । পুরুষ ও মহিলাদের পোশাক, অঙ্গসজ্জা, গৃহসজ্জা, প্রসাধনী সামগ্রীর পাশাপাশি চা-কফি পিঠেপুলি ফাস্টফুডের স্টল ও রয়েছে ।
সংগঠকদের পক্ষ মৌসুমী সরকার, বর্ণালী ব্যানার্জি, পরমজীত কাউর-রা জানান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও যেসকল মহিলারা ব্যক্তিগতভাবে কুটিরশিল্প, হস্তশিল্প কাজের সাথে যুক্ত তারা এই মেলায় অংশ নিয়েছেন । মহিলাদের স্বনির্ভর হতে উৎসাহ প্রদান ও উৎপাদিত পণ্যের বিপণনের সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন বলে জানান তারা ।