তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় (Panagarh) বাজারের রণডিহা মোড় সংলগ্ন একতা সঙ্ঘ ক্লাবের প্রাঙ্গনে পানীয় জলের (Drinking Water) জন্য সাবমার্শিবেল পাম্পের (Submersible Pump) উদ্বোধন করলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের (Kankasa Gram Panchayat) প্রধান শুক্লা সিং।পানাগড় (Panagarh) একতা সংঘের সদস্য বীরেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন ধীরে ধীরে ক্রমশই গরম বাড়ছে।ফলে ক্রমশই এলাকায় পানীয় জলের (Drinking Water) সঙ্কট দেখা দিতে শুরু করেছে। যার ফলে প্রতি বছর গরম পড়তেই এলাকার মানুষ পানীয় জলের জন্য চরম সমস্যায় পড়তে হয়।
তাই এলাকার মানুষের সমস্যার কথা ভেবে ক্লাবের সদস্যরা কাঁকসা গ্রাম পঞ্চায়েত কে পানীয় জলের ব্যবস্থার জন্য আবেদন করেন।ক্লাব সদস্যদের আবেদনে সারা দিয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় ক্লাবের প্রাঙ্গনে নির্মিত সাব মর্শিবেল পাম্পের (Submersible Pump) উদ্বোধন হলো শনিবার।এদিন পানীয় জলের পাম্পের সূচনা করেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের (Kankasa Gram Panchayat) প্রধান শুক্লা সিং সহ এলাকার বিশিষ্টজনেরা ও ক্লাবের সদস্যরা।