সংবাদাতা পূর্ববর্ধমান:- রাত পোহালে রাজ্যের ১০৮ টি পৌরসভার ভোট গণনা হবে।মঙ্গলবার কড়া নজরদারির মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের স্ট্রংরুম গুলি।বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের ভোট গণনা হবে বর্ধমানের ইউআইটি কলেজে।কড়া প্রহরায় রয়েছে ইউআইটি কলেজ।পুলিশী ঘেরাটোপে জেলার কালনা,কাটোয়া,মেমারি, দাঁইহাট ও গুসকরা পৌরসভার স্ট্রংরুমও রয়েছে কড়া নজরদারির মধ্যে।
Purba Bardhaman:রাত পোহালে রাজ্যের ১০৮ টি পৌরসভার ভোট গণনা, কড়া নজরদারির মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের স্ট্রংরুম গুলি
March 01, 2022
0
Tags