Type Here to Get Search Results !

Asansol: নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সিকিউরিটি সিস্টেম লাগানো হল আসানসোল স্টেশন চত্বরে



নীলেশ দাস,আসানসোল:-নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সিকিউরিটি সিস্টেম লাগানো হল আসানসোল স্টেশন চত্বরে।এবার থেকে নিরাপত্তা জোরদার করার জন্য পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমের আওতায় নিয়ে আসা হলো আসানসোল রেল স্টেশন চত্বর। এবার আসানসোল স্টেশনে কাজ শুরু করলো আন্ডার  ভেইকেল স্ক্যানিং সিস্টেম। 


যেখানে- স্টেশনে  প্রবেশকারী সমস্ত গাড়ির তলায় কোনরকম বিস্ফোরক বহন অথবা কোন বেআইনি কাজ করা হচ্ছে কিনা তার সঠিক তথ্য পাবে রেল পুলিশ। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগামী দিনে আসানসোল স্টেশনের যাবতীয় নাশকতা অথবা বেআইনি কাজের সাথে যুক্ত লোকেদেরকে ধরা সম্ভব বলেই জানালেন রেল পুলিশের সিনিয়ার কমান্ডেন্ট চন্দ্র মোহন মিশ্র। 


ভিনরাজ্য থেকে বা এই রাজ্যেরও আগত দু'চাকা ও চারচাকা বাহনও এই সিস্টেমে আসলে অনেক বেশি সুবিধা হবে রেল পুলিশের। বলতে গেলে আসানসোল রেল স্টেশন এলাকায় রেল পুলিশের কড়া নিরাপত্তা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad