সোমনাথ মুখার্জি অন্ডাল :- বৃহস্পতিবার সকাল থেকে অন্ডালের কাজোড়া মোড় সংলগ্ন সার্ভিস রোড এলাকার বাসিন্দারা রাস্তার ওপর দিয়ে যাওয়া ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভে সামিল হল । স্থানীয় বাসিন্দা সতীশ বার্নওয়াল জানান দীর্ঘদিন ধরে অন্ডালের ডিভিসি তাপ বিদ্যুৎকেন্দ্রের ছাই বোঝাই গাড়িগুলি ওভারলোডিং নিয়ে দু নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড কাজরা মোড়ের ওপর দিয়ে যায় । রাস্তার ওপর ছাই পড়ে রাস্তার অবস্থা ধীরে ধীরে বেহাল হয়েছে দূষণ ছড়িয়েছে এলাকায় । নিত্যদিন রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে ঘটে দুর্ঘটনা এমনটাই অভিযোগ স্থানীয়দের ।বারবার প্রশাসন তথা ট্রাক চালকদের জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ । তাই বৃহস্পতিবার সকাল থেকে কাজরা মোড় সার্ভিস রোড এলাকা দিয়ে ছাই বোঝাই গাড়িগুলি যাবার সময় গাড়িগুলোকে দার করিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা ।
বিক্ষোভকারীদের দাবি এই সার্ভিস রোডের ওপর দিয়ে ডিইসির ওভারলোডিং ছাই বোঝাই গাড়ি যাওয়া যাবে না । ওভারলোডিং বন্ধ করতে হবে এবং এলাকায় যেভাবে এই গাড়িগুলির কারনে দূষণ ছড়াচ্ছে সেগুলি বন্ধ করতে হবে । বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ পর্যন্ত গাড়ির মালিকেরা এসে লিখিত ভাবে তাদের সমস্যার সমাধানের কথা না বলছেন ,ততক্ষণ বিক্ষোভ চলবে । অবশেষে ঘটনাস্থলে এসে অন্ডাল থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় । স্থানীদের আশ্বাস দেওয়া হয় প্রত্যেকদিন এই রাস্তার উপর জল স্প্রে করা হবে ।