তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে যাবার প্রায় ১০০মিটার ঢালাই রাস্তা নির্মাণের সূচনা করলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে রাস্তা নির্মাণের জন্য আবেদন জানানো হয়েছিলো।কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে প্রায় ৬লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন বিদ্যালয়ে ছাত্রীরা বর্ষার সময়ে কাদা পার করে আসতো। বহু আবেদন করেও এই সমস্যার সমাধান করা যায় নি।অবশেষে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই সমস্যা সমাধান হয়েছে।