নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের রবীন্দ্র ভবনে এক কর্মসূচিতে এসে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে কটাক্ষ করলেন সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। সংসদ কল্যাণ বন্দোপাধ্যায় কটাক্ষ করে বলেন 'অগ্নিমিত্রা নিজেকে আসানসোলের মেয়ে বলছে। বিধানসভা নির্বাচনে জেতার পর থেকেই আসানসোলে দেখা যায়নি। দেখা গেছে কোথায় যেখানে ঝগড়া করছে। বড়ো টিপ পরে টিভিতে দেখা গিয়েছে।' তবে এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাও তার পাল্টা জবাব দিতে ছাড়েননি।
এদিন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ' অনেক জায়গায় পোস্টারে দেখেছি আসানসোল আসানসোলের মেয়েকে চাই খুব ভাল কথা।আসানসোল যদি আসানসোলের মেয়েকে চাই তাহলে ২০২১ সালের মে মাসে নির্বাচনে জেতার পর সেই আসানসোলের মেয়েকে দেখতে পাওয়া যায়নি। দুয়ারে সরকার এটা সরকারি প্রকল্পের মধ্যেও দেখতে পাওয়া যায় নি।আসানসোলের মেয়েকে আসানসোলে দেখতে পাওয়া যায় নি। দেখা গেছে কোথায় একটা বিরাট বড়ো টিপ পরে ঝগড়া করতে। দেখতে কোথায় পাওয়া যায় টিভিতে আসানসোলের দক্ষিণের মেয়ে একদিনের জন্যেও দেখতে পাননি বিধায়ক হবার পর থেকে। '
অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পাল্টা জবাব দিয়ে বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছে সেটাতে আমি একটা অবাক নয়। তিনি তো এর আগেও বাংলার মহিলাদের অপমান করেছে। আজকে তৃণমূলের নেতৃত্বরা যেরকম এইধরনের বাঙালি মহিলাদের অপমান করে। সাভাবিক তাদের কর্মীরা উৎসাহিত হবে এবং সেই কর্মীরা উৎসাহিত হয়ে মহিলাদের ধর্ষণ করবে তখন আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন এইটা একটা ছোট্ট ঘটনা। এইটাই তৃণমূল পার্টির কালচার ও সংস্কৃতি বলে জানান।'