তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- জেলা পরিষদের উদ্যোগে কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটেরবাঁধ গ্রামে দোল পূর্ণিমা উপলক্ষ্যে শুক্রবার বেহাল রাস্তা নির্মাণের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রুমা রাও সহ অন্যান্যরা।
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন দীর্ঘদিন ধরে কাঁকসার সেটেরবাঁধ আদিবাসী পাড়ার মানুষের একটা দাবি ছিলো তাদের গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল হয়ে পড়ে থাকার কারণে বর্ষার সময় চলাচল করতে সমস্যায় পড়তে হয়।সেই রাস্তাটি ঢালাই রাস্তা নির্মান করলে গ্রামের মানুষের অনেক সুবিধা হবে।জেলা পরিষদের কাছে সেই আবেদন করলে।গ্রামবাসীদের আবেদনে সারা দিয়ে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় প্রায় ৬০০মিটার ঢালাই রাস্তার নির্মাণের সূচনা করা হয়েছে।