তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তাই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার কাঁকসা ব্লকের মলানদীঘি দুর্গাদাস বিদ্যামন্দির হাইস্কুলের সামনে হাজির হন কাঁকসা ব্লকের তৃণমূল ছাত্রপরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার, মলানদীঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার মৃনাল ঘোষাল,কাঁকসা ব্লকের তপশিলি সম্প্রদায়ের সভাপতি উত্তম রুইদাস সহ অন্যান্যরা।
তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার জানিয়েছেন গত ৭ মার্চ থেকে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কাঁকসার মলানদীঘি দুর্গাদাস বিদ্যামন্দিরে এবছর বহু ছাত্র ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তাই উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা সমস্ত ছাত্র-ছাত্রীদের তারা উৎসাহ দেওয়ার জন্য কাঁকসা ব্লক তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে এবং মলানদীঘি তৃণমূল ছাত্র পরিষদের সহ যোগিতায় বিদ্যালয়ের সামনে সকল ছাত্র-ছাত্রীদের হাতে উপহার তুলে দিয়ে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি।