সংবাদাতা, পূর্ব বর্ধমান:- গ্যাস সিলিণ্ডার থেকে আগুন। প্রাইমারি স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে আগুন।ভাত রান্না করার সময় গ্যাস সিলিণ্ডার থেকে আগুন লেগে যায়।বর্ধমান শহরের সার খানা গলি এলাকায় হরিজন এফ পি স্কুলের ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে,আজ সকালে স্কুল খোলার পরই একদিকে শুরু হয় পঠন পাঠন।
অন্যদিকে ক্লাসরুমের পাশেই মিড ডে মিলের রান্নাঘরে ভাত রান্না করার সময় হঠাৎই আগুন লেগে যায়।আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা, স্কুলের মিড ডে মিলের কর্মী ও শিক্ষিকারা পড়ুয়াদের ঘর থেকে বাইরে বের করে আনেন।
খবর দেওয়া হয় বর্ধমান থানায় ও দমকলে।দমকল আসার আগেই স্থানীয় ও পুলিশের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।যদিও এই ঘটনায় কেউ আহত হয় নি।