তনুশ্রী চৌধুরী.পানাগড়:- একগুচ্ছ দাবিকে সামনে রেখে পানাগড় বাজারে মিছিল ও পথ সভা করলো সিপিআইএম এর মহিলা সমিতির কর্মী সমর্থকরা।রবিবার বিকালে ক্যানেলপার সংলগ্ন সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে পানাগড় বাজার,পানাগড় স্টেশন রোড,প্রদক্ষিণ করে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে মিছিল শেষে পথ সভা করেন বাম মহিলা সংগঠনের কর্মীরা।
সিপিআইএম এর মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্যা বন্দনা মন্ডল জানিয়েছেন দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি বেড়েই চলেছে। কেন্দ্র সরকার একের পর এক সমস্ত সংস্থা কে বেসরকারি করণ করেই চলেছে। কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ২৮ ও ২৯ শে মার্চ একাধিক দাবিতে বামেদের ডাকা সারা ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের সফল করার দাবিতে তারা ওই দুই দিন রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।