নীলেশ দাস, আসানসোল:-পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার ঘটনার প্রতিবাদে আসানসোলের বিএনআর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতৃত্বরা।বুধবার এই অবরোধ করা হয়েছে। প্রথমে একটি বিক্ষোভ প্রতিবাদ পথ সভা করা হয়। তারপর কংগ্রেসের নেতৃত্বেরা রাস্তার উপর বসে বিক্ষোভ প্রতিবাদ জানাই। পরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। ১০ মিনিট পথ অবরোধ করার পর পুলিশ সরিয়ে দেয় কংগ্রেস বিক্ষোভকারীদের।
কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পুইতন্ডী, আসানসোল পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার এসএম মুস্তাফা সহ অন্যান্য নেতৃত্বরা।
এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পুইতন্ডী বলেন, 'ঝালদায় কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর খুনের ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ তৃণমূলের দলোদাসে পরিণত হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় দলতন্ত্র নয় গণতন্ত্র চাই,বাংলায় বদলা নয় বদল চাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় বদলার রাজনীতি করছে বলে জানান।'