নীলেশ দাস,সালানপুর:- কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বারাবনির সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলএদিন তিনি কল্যানেশ্বরী মায়ের কাছে শান্তির কামনা করে বলেন সন্ত্রাস চাই না,মানুষ শান্তি চাই। আর মানুষ বাড়ির মেয়েকে চাই তাই জয়ের প্রতি দুশো শতাংশ আশাবাদী। মানুষের ভালোবাসা প্রমান দিচ্ছে। আমার বাবার জন্ম রামনগরে তাই এখানে আমার বাড়ি। আজ কাকুকে সঙ্গে নিয়ে পুজো দিলাম।
পাশাপাশি তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নিয়ে মক্তব্য করে তিনি বলেন ' নির্বাচন কমিশন তাকে সাত দিন সাপেন্ড করেছেন তাকে তো জেলে দেওয়া প্রয়োজন। তাছাড়া তিনি অনুব্রত মণ্ডল নিয়ে বলেন তিনি ব্যাগ পাক করুন তাকে উড়িশার শ্রীঘরে নিয়ে যাওয়া হবে ' বলে এদিন জানান তিনি।