তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার সকালে পাঁচ দফা দাবিকে সামনে রেখে কাঁকসার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় কাঁকসা দু'নম্বর মন্ডলের বিজেপির কর্মী-সমর্থকেরা। এদিন বিক্ষোভে সামিল হন কাঁকসার দু'নম্বর মন্ডলের বিজেপির কর্মী-সমর্থকেরা ছাড়াও বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন জল জীবন মিশনের অন্তর্গত কাঁকসা ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কাঁকসা ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ সম্পন্ন হয়নি। কোথাও কোথাও বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ লাইনের কাজ সম্পন্ন হলেও অধিকাংশ জায়গায় পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে জলের ট্যাপ বসানোর কাজ সম্পন্ন হয়নি ফলে এখনো পর্যন্ত বাড়ি-বাড়ি জল প্রকল্পের মাধ্যমে জল পৌঁছায়নি।
পাশাপাশি পানাগড় বাজাড়ের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রাস্তার উপর স্পিড ব্রেকার না থাকার কারণে দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য রাস্তার উপর স্পিড ব্রেকাররের দাবি জানানো হয়েছে, পাশাপাশি কাঁকসা ব্লকে বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা না থাকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। অবিলম্বে সেই সমস্ত বিদ্যালয়গুলিতে দ্রুত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য বিডিও কে ডেপুটেশনের মাধ্যমে দাবি জানিয়েছেন তারা।