তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার গোপালপুরে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় কাঁকসার গোপালপুর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত দুই জনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে গত ১৯তারিখে সন্ধ্যায় কাঁকসার গোপালপুর পূর্ব পাড়ায় জগন্নাথ দে নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর পর গত ২০তারিখে কাঁকসা থানায় অভিযোগ জানালে।অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃত দু জনেরই নাম বিজয় বাউড়ি। দুই জনের বাড়ি কাঁকসার গোপালপুর পূর্ব পাড়ায়।ধৃত দুই জনকে সোমবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।