নীলেশ দাস,সালানপুর:-কুলটি, আসানসোল ও ডিশেরগড়ের পর এবার সালানপুরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেলো। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট একের পর এক বে-আইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ পাওয়া গেছে, চিন্তায় সাধারণ মানুষ।সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়ির বাংলা ঝাড়খণ্ড সীমানার সামনে অবস্থিত চিতালডাঙ্গা উপর পাড়া অঞ্চলে এক আবাসনের ভিতরে অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়।
বৃহস্পতিবার দিন রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় আবাসনে। সেখানে উদ্ধার হয় বন্ধুকের ফ্রেম,যন্ত্রপাতি,লোহা প্লেট সহ বিভিন্ন মেশিন।তাছাড়া ঘটনা স্থল থেকে আটক করা হয় তিনজনকে।যার মধ্যে তিন জন হলো বিহারের মুঙ্গের বাসিন্দা।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ খোঁজ করা হচ্ছে স্থানীয় কেউ এই ঘটনায় জড়িত রিয়েছি কি না।
স্থানীয়দের বক্তব্য এলাকার সমস্ত মানুষজন জানতো ওই বাড়িতে নাকি নাটবোল্ট তৈরি করার কাজ হত।তারা আরো বলেন এই বাড়ি বন্ধই থাকতো মাঝে মাঝে কয়েকজন এসে ভিতরে কাজ করতো।তারা বলেন এই বাড়ির মালিক হচ্ছে চিত্তরঞ্জনের বাসিন্দা।তারা কেউ এখানে থাকে না,বাড়িটি বন্ধ থাকতো কয়েক মাস ধরে ভাড়া দেওয়া হয়েছিলো। এদিন এত পরিমাণে পুলিশ যখন আসে তখনই তারা জানতে পারে এখানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হত।