তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনি ভাবে কয়লা পাচারের (Coal Smuggling) ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃতের নাম রাবন মুর্মু,আসানসোলের (Asansol) বারাবনির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক সোমবার গভীর রাত্রে নিজেই একটি মারুতি ভ্যানের (Maruti Van) মধ্যে কয়লা বোঝাই করে আসানসোল (Asansol) থেকে পানাগড় (Panagar) আসার পথে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা (Toll Plaza) পার করার সময়,
কাঁকসা (Kanksa) থানার টহলরত ভ্যানের পুলিশ কর্মীদের সন্দেহ হলে কাঁকসা থানার পুলিশ গাড়িটিকে অটকে গাড়ির চালকের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে।গাড়ির চালক বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ির চালক রাবন মুর্মুকে গ্রেফতার করে।
আটক করা হয় কয়লা বোঝাই মারুতি ভ্যানটিও (Maruti Van) ।মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করে কাঁকসা থানার পুলিশ।