সংবাদাতা,পূর্ব বর্ধমান:- তারাপীঠে (Tarapith)পুজো দিতে যাওয়ার পথে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে থেকে পরে মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)।মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অরূপ রায় (২৮)।বাড়ি কলকাতার (Kolkata) গড়িয়া থানা এলাকায়।অরূপ বেহালা থানায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসাবে কর্মরত ছিলেন।
আপ কবিগুরু এক্সপ্রেস করে কয়েকজন বন্ধুর সাথে তারাপীঠের (Tarapith) পুজো দিতে যাচ্ছিলেন অরূপ।রাত ১ টা নাগাদ ট্রেন বর্ধমান স্টেশনের (Bardhaman Station) ২ নম্বর প্লাটফর্মে থামলে অরূপ ট্রেন থেকে নীচে নামে।তারপর চলন্ত ট্রেনে চাপতে গিয়ে কোনো কারণে নীচে পরে যায়।দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রেলপুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।