সোমনাথ মুখার্জী, অন্ডাল :- বৃহস্পতিবার খান্দরায় সিপিএম, বিজেপি ছেড়ে প্রায় 70 টি পরিবার যোগ দিলো তৃণমূলে । উপ নির্বাচনের আগে এই যোগদান এলাকায় দলকে শক্তিশালী করবে বলে দাবি তৃণমূলের ।বৃহস্পতিবার খান্দরা পঞ্চায়েতের নাগ কাজোরা কোলিয়ারি কালী মন্দির এলাকায় যুব তৃনমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন হয় ।
উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কাল বরণ মন্ডল, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মন্ডল, খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী,সদস্য গণেশ বাদ্যকর সহ অন্যরা। সেখানে সিপিএম, বিজেপি ছেড়ে প্রায় 70 টি পরিবার তাদের দলে যোগ দেন বলে তৃণমূলের দাবি।
গণেশ বাদ্যকর জানান এদিন যারা অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তারা স্থানীয় লোক কাজোরা কলিয়েরি, বাউরী পাড়া, ম্যাগাজিন পাড়া, জলঘর পাড়া এলাকার বাসিন্দা। তারক বাউরী, অনিমেষ মিশ্র ঠাকুর, সৌতম বাউরী, সুজিত বাউরি-রা জানান তারা এতদিন বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই করতেন। দল এখন কোন যোগাযোগ রাখে না। অসময়ে পাশে থাকে তৃণমূল। তাই তৃণমূলে সরাসরি যোগদান করলাম বলে জানায় তারা।
অন্যদিকে দলের ব্লক সভাপতি কালবরণ মন্ডল বলেন যোগদানের ফলে এলাকায় দল শক্তিশালী হবে। আগামী দিনে আরও অনেকে তৃণমূলে যোগদান করবেন বলে জানান তিনি।