Type Here to Get Search Results !

Ukhra Utsav 2022:অন্ডালের উখরায় উদ্বোধন হল উখরা উৎসব ও মেলা ২০২২



সোমনাথ মুখার্জী,অন্ডাল  :- শুক্রবার অন্ডালের (Andal) উখরায় উদ্বোধন হল উখরা উৎসব ও মেলা  ২০২২ (Ukhra Utsav 2022)।এ মেলার উদ্বোধন করলেন উখরা পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ সঙ্গে ছিলেন উপপ্রধান রাজু মুখার্জি এ ছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 



উপপ্রধান রাজু মুখার্জি জানান করোনার কারণে বিগত দুই বছর  উখরায় কোনো মেলা হয়নি। বর্তমানে করোনার সংক্রমণ নিম্নগামী হওয়ায় সরকার ছোটখাটো মেলায় কোরো না বিধি মেনে মেলা করার অনুমতি দিয়েছেন।তাই উখিয়াবাসীদের একটু আনন্দ দেওয়ার জন্যই উখরা গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই মেলা।



সম্পূর্ণ ভাবে করোনা বিধি মেনেই আগামী দশ দিন চলবে এই মেলা।মেলায় লোক সংখ্যা কমানোর জন্য মেলায় প্রবেশের জন্য লাগবে লাগবে ন্যূনতম প্রবেশমূল্য।এতদিন পর এলাকায় এই মেলার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad