সংবাদাতা,পূর্ববর্ধমান:- লোকালয় থেকে পাঁচটি গন্ধগোকুল (Asian palm civet) উদ্ধার। ৪ শাবকসহ একটি পূর্ণবয়স্ক মহিলা গন্ধগোকুল উদ্ধার।বর্ধমানের ২ নম্বর ইছলাবাদ থেকে উদ্ধার হয় গন্ধগোকুল গুলি।বর্ধমান শহরের ২ নং ইছলাবাদের বাসিন্দা আলোক পালের বাড়ি থেকে উদ্ধার হয় এই প্রাণীগুলি (Burdwan News)।
আলোক পাল প্রাণীগুলিকে দেখতে পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের সঙ্গে যোগাযোগ করেন।খবর পেয়েই সংস্থার সদস্যরা হাজির হন ইছলাবাদ এলাকায়। উদ্ধার করা হয় মা গন্ধগোকুল (Asian palm civet) সহ ও বাচ্চাদের।শারীরিক পরীক্ষার পর গন্ধগোকুলগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।