সংবাদাতা,পূর্ব বর্ধমান:- তৃনমুলের পার্টি অফিসে আগুন।আগুন লেগে ভস্মিভূত পার্টি অফিস।তৃনমুলের অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতিরা পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে।অন্যদিকে বিজেপির পাল্টা দাবী নিজেদের অফিসে নিজেরাই আগুন লাগিয়ে বিজেপির নামে দোষ চাপাচ্ছে তৃণমুল।
বর্ধমানের ৩৪ নাম্বার ওয়ার্ডের দত্ত সেন্টারের ঘটনা।তৃনমুলের অভিযোগ পরিকল্পনামাফিক পৌর ভোটের আগে অশান্তি পাকানোর জন্য আগুন লাগানো হয়েছে।পার্টি অফিসের ভিতরে থাকা ফ্লেক্স,দলীয় পতাকা,টিভি ও নথি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
পৌরসভা নির্বাচনের আগে চক্রান্ত করে এলাকাকে অশান্ত করার জন্য বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।পাল্টা বিজেপির অভিযোগ সিমপ্যাথি কুড়ানোর জন্য নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন ধরিয়ে বিজেপির নামে দোষ চাপাচ্ছে।