তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত বৃহস্পতিবার কাঁকসার (Kanksa) বনকাটি এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এলাকার একটি পুকুর থেকে।৪৮ বছর বয়সী বলাই মূর্মু নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঠ পাড়ার বাসিন্দা বলাই মুর্মুর মৃত্যুর ঘটনায় ,মৃতের পরিবার ও এলাকাবাসী খুনের অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে শনিবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বলাই মূর্মু কে খুন করা হয়েছে। ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এই দাবিতে শনিবার দুপুর থেকে কাঁকসা থানা প্রাঙ্গণে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ (Indigenous People) বিক্ষোভ দেখান।