তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পানাগড় গ্রামে একটি বেসরকারি কলেজে ত্রিলোকচন্দ্র পুর অঞ্চলের তপশিলি জাতি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এদিন কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য চিন্ময় মন্ডল, কাঁকসা ব্লকের ছাত্র পরিষদের নেতা রাজেশ কোনার,কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি, নব কুমার সামন্ত, আদিবাসী সংগঠনের নেতা মঙ্গল টুডু, সহ তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষেরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তপশিলি জাতির মানুষদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যাতে বিপুলভাবে জয়লাভ করে সেই লক্ষ্য নিয়েই প্রতিটি অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মূলত সভা থেকে তপশিলি জাতির মানুষদের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে এসেছে সেই সমস্ত প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি এখনো পর্যন্ত সরকারি প্রকল্পগুলি সমস্ত মানুষ পেয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ-খবর নিয়ে যাতে সকল মানুষ সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়ে সকলকে অবগত করার জন্যই এই সম্মেলন। আগামীদিনে কাঁকসা ব্লকের ৫টি অঞ্চলে কর্মী সম্মেলন করার পর সমস্ত অঞ্চল কে নিয়ে ব্লক স্তরের একটি সভা করা হবে বলে জানিয়েছেন তিনি।