'ম্যায় ঝুকেগা নেহি' জনপ্রিয় সিনেমা পুষ্পা the rise এর ডায়লগ অ্যাক্টিং করে দেখিয়ে কার্যত পৌরসভা নির্বাচনের সব কটি আসনে জয় পাওয়ার চ্যালেঞ্জ ছুরলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। প্রতিটি নির্বাচনের আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে বলে থাকেন অনুব্রত মণ্ডল।
গুড় বাতাসা, নকুলদানা, চরাম চড়াম এই সব বিভিন্ন সময়ে তার মুখে শোনা গিয়েছে। কিন্তু এবার তার মুখে পুষ্পা দি রাইস সিনেমার ডায়লগ শোনা গেল। ম্যায় ঝুকেগা নেহি। শুধু বলা নয় রীতিমতো দাড়িতে হাত দিয়ে সেটা দেখিও দেওয়া।
গতকাল পৌরসভা নির্বাচনের শেষে সাংবাদিক সম্মেলন করেন অনুব্রত মণ্ডল। তিনি জানান রাজ্যের বাকী যে ১০৮টি পৌরসভার নির্বাচন হলো সেই ১০৮ টি পৌরসভাই তৃণমূলের দখলে থাকবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বীরভূমে জানান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মন্ডল। সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল বলেন সিবিআই ডাকলে তিনি অবশ্যই যাবেন, তদন্তে সহযোগিতা করবেন।