সংবাদাতা,পূর্ব বর্ধমান:-প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ বর্ধমানে।এবার রীতিমত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত বর্ধমান শহরে। শহরের ১৯ নম্বর ওয়ার্ডের পর এবার বিক্ষোভ ২ ও ৩০ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখায় দলের একাংশ ।
২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মনোনীত করা হয়েছে রুবি মুখার্জীকে।তার বিরুদ্ধেই দলীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেসের একদল কর্মী সমর্থক ।বর্ধমান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকাতেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবী ২ নম্বর ওয়ার্ডে তনুজা বেগমকে তৃণমূলের প্রার্থী করতে হবে।
অন্য দিকে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের রানিগঞ্জ বাজার চৌমাথায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে মল্লিকা পাঁজাকে। এখানেও একই দাবিতে বিক্ষোভ হয়।