তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে লরি করে কয়লা বোঝাই করে পাচারের (Coal Smuggling) অভিযোগে ধৃত লরির চালককে (Truck Driver) পুলিশ হেফাজতের পর বুধবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লরি চালকের নাম সাদ্দাম হুসেন।তার বাড়ি পূর্ব বর্ধমানের কেশবগঞ্জ এলাকায়। গত ৫তারিখ ভোর রাত্রে কাঁকসা থানার পুলিশ কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজার কাছে বেআইনি কয়লা বোঝাই করে পাচারের সময় লরি সহ লরির চালককে গ্রেফতার করে পুলিশ।
পরে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালতের বিচারক ধৃত চালককে ৩দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশি হেফাজতের পর ধৃত চালককে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।