তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার (Kanksa) বনকাটি এলকায় এক ব্যক্তিকে খুনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম দুলাল রুইদাস। ধৃত ব্যক্তি কাঁকসার অযোধ্যা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট দু জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাঁকসার বনকাটি এলাকায় একটি পুকুর থেকে ৪৮বছর বয়সী বলাই মুর্মুর মৃতদেহ উদ্ধার হয়।মৃতের পরিবার এলকার বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে কাঁকসা থানায়। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ এখনো পর্যন্ত দু জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে রবিবার এক ব্যক্তিকে গ্রেফতার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur subdivision court) পেশ করে। সোমবার দুলাল রুইদাস নামের ব্যক্তিকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।