সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ফের বালিঘাট অভিযানে গিয়ে আক্রান্ত হলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা।বৃহস্পতিবার বিকেলে বর্ধমানের (Burdwan) ইদিলপুরের দামোদর নদের বালিঘাটে অভিযানে যায় ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা।বালি বোঝাই গাড়ির চেকিং শুরু করতেই একদল লোক তাদের ঘিরে ধরে।
তাদের হেনস্তা করা হয়।গাড়িতেই আক্রমণ চালায়। কোনরকমে অভিযান বন্ধ করে বালিঘাট থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও কর্মীরা।এরপর বর্ধমান থানায় খবর দেওয়া হলে বিশাল পুলিশ বাহিনী ইদিলপুরের বালিঘাটে যায়।শুরু হয় ধরপাকড়। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
মাস দু'য়েক আগে পূর্ব বর্ধমানের বড়শুলে বালিঘাটে অভিযানে গিয়ে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা আক্রান্ত হন।গাড়িতে ভাঙচুর চালানো হয়।পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।