তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিদ্যুৎ বণ্টন দপ্তরের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে বুধবার মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের নাম মহারানা প্রতাপ সিং এবং ভরত সিং ভর্তা। ধৃত দুজনেরই বাড়ি পানাগড় বাজারে।
জানা গেছে ২০২১ সালের এপ্রিল মাসে এবং চলতি বছরে বিদ্যুতের সরঞ্জাম এবং বিদ্যুতের খুঁটির লোহার পাত চুরির ঘটনায় পানাগড় বিদ্যুৎ বন্টন দফতরের অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে।ধৃত দুই যুবককে বুধবার মহকুমা আদালতে পেশ করা হয়।