তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার ভোর রাত্রে লোহার স্ক্র্যাপ চুরির ঘটনায় কাঁকসার দুটি এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর মোড় থেকে ও কাঁকসার রাজবাঁধ এলাকা থেকে তাপস সরদার ও সত্যেন গোলদার নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই জন কাঁকসার দু নম্বর কলোনির বাসিন্দা।পুলিশের গাড়ি এলকায় টহল দেওয়ার সময় দুই জনকে দুটি এলাকায় বস্তায় করে লোহার স্ক্র্যাপ চুরি করে পালানোর চেষ্টা করেছিলো। পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।প্রায় ৪৫ কেজি লোহার স্ক্র্যাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।